যষ্টিমধু বা Licuorice হাজার বছর ধরে আয়ুর্বেদিক সব ধরনের ঔষুধ তৈরী করতে ব্যবহার হয়ে আসছে। যষ্টিমধু নাম শুনে একে আমরা অনেকেই মধু মনে করে ভুল করি।
যষ্টিমধু মূলত গাছের শিকড়। মধু না হলেও এর গুনাগুন মধুর চেয়ে কোনো অংশে কম না। যষ্টিমধু শরীরের রোগ শোক নিরাময় করে আসছে সেই বহুকাল আগে থেকেই।
যষ্টিমধু আমাদের ত্বক ও চুলের জন্য আশীর্বাদ স্বরুপ। ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
👉যষ্টিমধু ত্বকের ব্রন কমাতে সাহায্য করে। এতে প্যাক হিসেবে- যষ্টিমধু+তুলসী গুড়া+নিম গুড়া+কস্তুরি হলুদ গুড়া মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।
👉ব্রনের দাগ কমাতের এটি কম না।প্যাক হিসেবে- যষ্টিমধু +শঙ্খ গুড়া+মুলতানি মাটি+গোলাপ গুড়া+লাল চন্দন মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।
👉ত্বকের বলিরেখা দূর করতে যষ্টিমধু ব্যবহার করা হয়।এজন্য প্যাক হিসেবে- যষ্টিমধু গুড়া+আমলকি গুড়া+মেথি গুড়া+মুলতানি মাটি মিশিয়ে ব্যবহার করবেন।
👉ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে প্যাক হিসেবে- যষ্টিমধু গুড়া+পুনর্নভা+মন্জিষ্ঠা +লাল চন্দন+কস্তুরি হলুদ মিশিয়ে ব্যবহার করবেন।
👉চুলের গোড়া শক্ত করতে প্যাক হিসেবে- যষ্টিমধু গুড়া+আমলকি গুড়া+বহেড়া গুড়া+শিকাকাই গুড়া মিশিয়ে ব্যবহার করবেন।
👉খুশকি দূর করতে প্যাক হিসেবে- যষ্টিমধু গুড়া+ভৃঙ্গরাজ গুড়া+নিম গুড়া+দারচিনি গুড়া+তুলসী গুড়া মিশিয়ে ব্যবহার করবেন।
👉চুলের তৈলাক্ত ভাব দুর করতে- যষ্টিমধু গুড়া+রিঠা গুড়া+টকদই/লেবুর রস মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করবেন।
যষ্টিমধু সহজলভ্য ও সহজপ্রাপ্য একটি উপাদান। আপনি চাইলেই এটি সংগ্রহ করে আপনার ত্বক ও চুলে ব্যবহার করতে পারেন।
Reviews
There are no reviews yet.